E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজবাড়ীতে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

২০২২ সেপ্টেম্বর ১৯ ১৮:০৫:৩৩
রাজবাড়ীতে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে  ফসলি জমিসহ স্কুল প্রতিষ্ঠানের পাশে থাকা ইট ভাটা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ইসলামপুর ইউনিয়নের বারোমল্লিকা এলাকার আর এন্ড বি ইট ভাটার সামনে রামদিয়া- গান্দিমারা সড়কের দুইপাশে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচব পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা, নওপাড়া, কাটবাড়িয়া, ইসলামপুর ইউনিয়ন পরিবেশরক্ষা কমিটি, বারমল্লিকা দাখিল মাদ্রাসা ছাত্র সহ ইউনিয়নের সর্বত্ত্বরের জনগন অংশ গ্রহন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মৎস্য ব্যবসায়ী হাজী আঃ রাজ্জাক মন্ডল, সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আর এন্ড বি ইট ভাটার কারণে ৩ ফসলি জমিতে ফসল হচ্ছে নষ্ট, গ্রামীন সড়ক ইট ভাটার মাটিতে নষ্ট হয়, ভাটার ধোয়ায় ফলদ বৃক্ষ ফল ধরছে না, ধান,পাট পেয়াজ সহ নানা ফসল ক্ষতি গ্রস্থ হচ্ছে। দ্রুত এই ইট ভাটা বন্ধ করে এলাকার কৃষকদের ফসল উৎপাদন, ছাত্র- ছাত্রী সহ জনসাধারণের শারীরিক ক্ষতির হাত থেকে বাচানোর দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমমদ আলী বলেন, বারমল্লিকা এলাকায় ৩ ফসলি লিজ ও জোর পূর্বক নিয়ে দখল করে ইটভাটা গড়ে তুলে ব্যবসা করে আসছিলো । ওই এলাকা থেকে আমার কাছে ক্ষতিগ্রস্থদের জমি বুঝিয়ে দেয়ার জন্য ১৬ জন ব্যক্তি লিখিত আবেদন করে। এ জমি মেপে বুজ করে দেয়ার জন্য আমি দুই বার ভাটা কর্তৃপক্ষকের জানালে, তারা দুইবার সময় জন্য আবেদন করেন। তারা বিভিন্ন ভাবে জমির মালিকদের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযোগগুলো ওই ভাবে রয়েছে। শুনেছি এলাকাবাসী মানববন্ধন করেছে। পরবর্তিতে রাজবাড়ী জেলা প্রশাসক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে কিভাবে ক্ষতিগ্রস্থদের ৩ ফসলি জমি ফিরিয়ে দেয়া যায় সে বিষয়ে কাজ করবো।

(একেএমজি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test