E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্ত্রীকে হত্যার ২৬ বছর পর স্বামীর যাবজ্জীবন 

২০২২ সেপ্টেম্বর ১৯ ১৮:৫৯:১৫
স্ত্রীকে হত্যার ২৬ বছর পর স্বামীর যাবজ্জীবন 

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার ২৬ বছর পর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার  বেলা ১টার দিকে মাদারীপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসাইন এ রায় দেন। তবে মামলার আসামী স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর রাতে মাদারীপুরের শিবচর উপজেলার রাম রায়কান্দি এলাকার স্ত্রী মিলানী রানী পালকে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল। পরের দিন সকালে স্বামী পালিয়ে গেলে শিবচর থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠান। পরবর্তীতে একই মাসের ৯ ডিসেম্বর স্বামীকে আসামীকে হত্যা মামলা দায়ের করেন শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন।

পরবর্তীতে ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারী স্বামীকে দোষী করে চার্জশীট দাখিল করেন একই থানার এসআই নাজমুল হক।

এ ঘটনায় স্বামী পলাতক থাকায় সাক্ষীদের জবানবন্দি শেষে দীর্ঘ ২৬ বছর পরে রায় দেয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো. ইসমাইল হোসাইন মামলার রায় দেন। আসামীকে যাবজ্জীবন কারাদ-, সেই সাথে ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদ- দেন। রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. সিদ্দিকুর রহমান সিং বলেন, দীর্ঘ দিন পর হলেও আসামীকে সাজা দিতে পেরে আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ হয়েছি। তবে করোনা মহামারি না থাকলে আরো কয়েক বছর আগে রায় দেয়া যেতো। তাছাড়া আসামী পলাতক থাকায় ও স্বাক্ষীদের উপস্থিত করাতে বিলম্ব হওয়ায় রায়ে কিছুটা সময়ক্ষেপণ হয়েছে। তারপরেও এই রায়ে আমরা ন্যায় বিচার দিতে পেরেছি।’

(এএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test