E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই’

২০২২ সেপ্টেম্বর ২০ ১৩:০৯:৫৭
‘সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই’

তপু ঘোষাল, সাভার : সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। বাংলাদেশের মাটিতে কোন অবস্থায় কখনো আর কোনদিন তত্বাবধায়ক সরকার আসবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

নির্বাচনকালীন সময়ে সরকারের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই পরিস্কার কথা, স্পষ্ট কথা।

কোন ব্যতয় ঘটার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদ‍স‍্য এ‍্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে শারদীয় দূর্গাৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ কালে এই মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদেশ্যে করে তিনি আরো বলেন, যতই চিৎকার করেন, আন্দোলন করেন, তত্বাবধায়ক সরকারের প্রশ্ন নিয়ে কোন আলোচনার প্রশ্নই আসে না।

তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকেই।

এসময় তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে অবস্থিত মোট ৪৭ টি মন্দিরে নগদ অর্থ ও শাড়ি উপহার হিসেবে বিতরন করা হয়।

(টিজি/এএস/সেপ্টেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test