E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আড়াইহাজারে ধারালো অস্ত্র-ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্য আটক

২০২২ সেপ্টেম্বর ২১ ১৬:৫৭:৫৫
আড়াইহাজারে ধারালো অস্ত্র-ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্য আটক

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশি ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ (নয়) সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। আজ বুধবার র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর গভীর রাত প্রায় ৩ টার সময় ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের ০৮টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। এ ঘটনায় ডাকাতদের মারপিটে ৫ জন আহত হয়। এসময় ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়। উক্ত ডাকাতি সংক্রান্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন সরাবদী এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার সময় ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত চক্র কাশেম বাহিনীর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করে।

আটককৃত আসামীরা হলো ডাকাত সর্দার আবুল কাশেম (৩৩), বাবু (২৬), ওমর ফারুক (২৭), লিটন (২৪), সবুজ (২৮), দেলোয়ার হোসেন (২৮), রুমন ভূইয়া (২৫), আশরাফুল (১৯), জুয়েল রানা (২২)।

অভিযানে আটককৃত আসামীদের হেফাজত হতে ৭টি ককটেল, ৩টি ছোড়া, ১টি কাটার, ২টি কোরাবারি, ৫টি টেটা, ১৩টি টর্চ লাইট, ১টি রূপার চেইন, নগদ ২৪ হাজার ৯০০ টাকাসহ ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

এসময় আটককৃত ডাকাত দলের সদস্যদের স্বীকারোক্তিতে জানা যায় যে, তারা গত ১৯ সেপ্টেম্বর হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদীচকের বাড়ি ও উদয়দী গ্রামের ০৮টি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, তারা আগেও পরষ্পর যোগসাজশে পূর্ব-পরিকল্পনা মাফিক দীর্ঘদিনযাবৎ আড়াইহাজার থানা এলাকায় বিভিন্ন বাড়িতে এবং আর্থিকভাবে সচ্ছল পরিবার গুলোকে টার্গেট করে ও পরিকল্পিতভাবে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, গভীর রাতে আড়াই হাজারের বিভিন্ন বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে ভয় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি কিংবা মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যেত। দুস্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর ও ছুরিকাঘাতসহ গুরুত্বর জখম করে থাকে।

আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

(এস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test