E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার

২০২২ সেপ্টেম্বর ২২ ০০:৩৯:৩৫
চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার পাকা রাস্তা হতে দনাচাপুর কালিবাড়ি ভায়া পোড়াবাড়ি পর্যন্ত রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসি উপজেলা পরিষদের স্মরনাপন্ন হলেও রাস্তাটি সংস্কারে কোন আশ্বাস পাওয়া যায়নি।

অবশেষে জনগণের চলাচলের সুবিধার কথা চিন্তা করে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার ব্যক্তিগত ভাবে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বুধবার ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার জানান, স্থানে স্থানে বালির বস্তা ফেলে দনাচাপুর কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিতব্য দূর্গাপূজায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য উপজেলা পরিষদের সহযোগিতা চেয়ে না পেয়ে ব্যক্তিগত উদ্যোগেই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করছি।

এই রাস্তা সংস্কার করতে প্রায় ১ লাখ টাকা খরচ হবে বলে জানান তিনি। রাস্তাটি সংস্কারের ফলে দনাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছাড়াও দনাচাপুর নওপাড়া, ও পোড়াবাড়ি গ্রামের লোকজন চলাচলের সুবিধা হবে।

নওপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য বাবুল চন্দ্র সরকার জানান, এই রাস্তাটি সংস্কার হলে আমাদের হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজায় দর্শনার্থীদের চলাচলের সুবিধা ছাড়াও সকল মানুষের চলাচলের ক্ষেত্রে উপকার হবে। ব্যক্তিগতভাবে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় তিনি তার ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসারের প্রতি কৃতজ্ঞতা জানান।

(এসবিএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test