E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

২০২২ সেপ্টেম্বর ২২ ১৮:৩৩:৩৯
সদরপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা গ্রামের মৎস্যজীবি হরেন মন্ডল মালো এ অভিযোগ দায়ের করেন। 

লিখিত অভিযোগে তিনি জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা ২০২২-২৩ অর্থ বছরে সদরপুর উপজেলার পোনা মাছ অবমুক্তকরণের সরকারী বিধান অমান্য করে গোপনীয়তার মাধ্যমে কথিত ঘুপচি কোটেশন এর মাধ্যমে বর্তমান বাজার দর ১৪০ টাকায় ক্রয় না করে তার নিজের পছন্দের ব্যক্তিকে কাজ দিয়ে দ্বীগুণ দামে প্রতি কেজি ২৮০ টাকা দরে ৩৫৭ কেজি মাছের পোনা ক্রয় করেন। সেগুলো তিনি বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করেন।

সরকারী বিধি মোতাবেক মৎস্যজীবিদের অনুদান ও সাহায্য প্রদানের বিষয়েও তিনি নানা দুর্নীতির আশ্রয় নিয়েছেন। একই পরিবারের কয়েকজন সদস্যদের কাছ থেকে মাছের পোনা ক্রয় করেন এবং এ অর্থ বছরের সরকারী তিনটি প্রকল্পের টাকা ও বিভিন্ন অনুদান হিসাবে ছাগল, জাল, সেলাই মেশিন দিয়ে তাদের সহায়তা করে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছেন। মৎস্য কর্মকর্তার এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সদরপুরের প্রকৃত মৎস্যজীবিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মৎস্য কর্মকর্তার সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

(আইএইচ/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)



পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test