E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

সাফ নারী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে গাইবান্ধায় আনন্দ র‌্যালি

২০২২ সেপ্টেম্বর ২৩ ১২:৫৯:১৪
সাফ নারী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে গাইবান্ধায় আনন্দ র‌্যালি

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২ এ বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালির শুভ উদ্বোধন করেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।র‌্যালি পূর্ব এক সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: ইবনে মাজিদ, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি গোলাম মারুফ মনা, রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার ও স্কোরাস এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য অমিতাভ দশ হিমুন প্রমুখ।

র‌্যালিতে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী, ক্লাব কর্মকর্তা, ক্রীড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদসহ শহরের বিভিন্ন ক্রীড়া প্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।

(এসআইআর/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test