E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

এবি পার্টি খুলনা জেলা ও মহানগর সমন্বয় কমিটি ঘোষণা

২০২২ সেপ্টেম্বর ২৫ ০০:৩৪:২৯
এবি পার্টি খুলনা জেলা ও মহানগর সমন্বয় কমিটি ঘোষণা

মারুফ সরকার, স্টাফ রির্পোটার : আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) খুলনা জেলা ও মহানগর সমন্বয় কমিটি গঠন উপলক্ষে এক সংগঠক সমাবেশ খুলনা মহানগরীর বিএমএ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যাপক আহসান হাবীবের সভাপতিত্বে ও এসএম আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আনিসুর রহমান কচি, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল ও সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান। সভায় সংগঠকদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনটীমের অন্যতম সদস্য আনোয়ার সাদাত টুটুল অধ্যাপক আহসান হাবীবকে সমন্বয়ক ও এস এম আক্তারুজ্জান, এ.এফ.এম হারুনর রশীদ, আবু সাইদ, অধ্যাপক মশিউর রহমানকে যুগ্ম সমন্বয়ক ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামকে সহকারী সমন্বয়ক করে পনের সদস্যের খুলনা জেলা সমন্বয় কমিটি এবং সাইদুল হক মিলনকে সমন্বয়ক ও ইমরান হোসেন, আলমগীর হোসেনকে যুগ্ম সমন্বয়ক করে খুলনা মহানগর সমন্বয় কমিটি ঘোষণা করেন।

(এমএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ নভেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test