E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'গাজীপুর মিউজিক এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

২০২২ সেপ্টেম্বর ২৫ ১৫:৩২:১২
'গাজীপুর মিউজিক এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মিউজিক এসোসিয়েশন নামের একটি সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত মাসে ৫বছর মেয়াদী এর ৪১ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠিত হলেও রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

সংগঠনের সভাপতি ইফতেখার শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমিন জাহান, গাজীপুর মিউজিক এসোসিয়েশনের উপদেষ্টা অভিনেতা আহমেদ রুবেল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তৌহিদুল ইসলাম দীপ, অভিনয় শিল্পী হোসনে আরা পুতুল, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আহাম্মদ, গাজীপুর মিউজিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সংগঠণের সাংগঠনিক সম্পাদক সজল শাহ্ আলম প্রমূখ।

অনুষ্ঠানে গাজীপুর শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা শারমিন জাহান জানান, প্রতিবছর সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শিল্পীদের জন্য থোক বরাদ্দ দেয়া হয়। এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিল্পীদের আবেদন করতে হবে। এজন্য শিল্পীরা সংগঠনের মাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন। গত বছর করোনাকালে দু’দফায় গাজীপুরের ২০০ জন শিল্পীদের জন্য অনুদান দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, গাজীপুরে জেলা চলচ্চিত্র সংসদ এখনো আলোর মুখ দেখেনি। এজন্য তিনি জেলার মিউজিক এসোসিয়েশনের কর্মকর্তা/ নেতৃবৃন্দের কাছে সহযোগিতার অনুরোধ করেছেন।

অভিনেতা আহমেদ রুবেল বলেন, আগে মানুষের মধ্যে আন্তরিকতা ছিল। যোগাযোগ ছিল। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে তার অভাব দেখা দিচ্ছে। পাশের বাসায় কি হচ্ছে তার কেউ খবর রাখে না। তিনি বলেন, যে কোন সংগঠনকে টিকিয়ে রাখতে হলে সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সংগঠন গঠণ করা হলেও তা প্রকাশের আগেই ভেঙ্গে যায়।

কমিটির সভাপতি বলেন, আমি ২০ বছর ধরে গাজীপুরে শিল্পীদের সংগঠিত করতে কাজ করছি। গত মাসেই পাঁচ বছর মেয়াদী গাজীপুর মিউজিক এসোসিয়েশন গঠন করা হয়েছে। কোন শিল্পী অসহায় থাকবে না। কোন শিল্পী বিনা চিকিৎসায় থাকবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিল্পীদের চিকিৎসাসহ সকল প্রকার সহযোগিতার জন্য কাজ করবো।

(এসআর/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test