E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৯ জনের প্রার্থীতা প্রত্যাহার

২০২২ সেপ্টেম্বর ২৫ ১৮:১৭:২৫
নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৯ জনের প্রার্থীতা প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনীত একমাত্র প্রার্থী এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। 

রবিবার বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত পরিষদের ১১টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৯ জন প্রার্থী তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এই পদে মোট ৪৯ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় এই ২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ পদে ৩ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

বর্তমানে সাধারন সদস্য পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে জেলা পরিষদের চারটি সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন নারী সদস্য পদের জন্য মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এদের মধ্েয ২ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ডে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। এ পদে বর্তমানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১৭ অক্টোবর সারাদেশের মত নওগাঁ জেলা পরিষদের নির্বাচন ১৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১৩৫৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test