E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুর লহরি সংগীত একাডেমির মহালয়া উদযাপন 

২০২২ সেপ্টেম্বর ২৬ ১৭:১৫:৩৯
সুর লহরি সংগীত একাডেমির মহালয়া উদযাপন 

দিলীপ চন্দ, ফরিদপুর : প্রতি বছরের ন্যায় সুর লহরি সংগীত একাডেমি, যথাযোগ্য মর্যাদায় শুভমহালয়া  উদযাপন করেছে। বাজলো তোমার আলোর বেণু, শিশিরে শিশিরে শারদ আকাশে, মহালয়ার এই চির শাশ্বত সংগীতের মূর্ছনায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় রথখোলার সুর লহরী সঙ্গীত একাডেমীর নিজস্ব মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার কমিশনার বিধান সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস দত্ত, সাধারণ সম্পাদক সুর লহরি সংগীত একাডেমি, কাজী মোহাম্মদ আলী আহসান কল্লোল , সাবেক মেয়র ফরিদপুর পৌরসভা, জনাব লিয়াকত হোসেন, ফরিদপুর নজরুল সংগীত নিকেতনের অধ্যক্ষএবং বীর মুক্তিযোদ্ধা বাবু সত্য রঞ্জন কর্মকার।

সঙ্গীত পরিবেশন করেন হুমায়রা খাতুন, পরমা দাস, মাইশা নুসরাত, অনির্বাণ সরকার, অঙ্কুশ সরকার, জনাব লিয়াকত হোসেন, প্রিয়ন্তী সরকার ও বাবু গৌতম কুমার সরকার। এছাড়া কোরিওগ্রাফার পল্লব মজুমদারের নেতৃত্বে তার শিক্ষার্থীবৃন্দ মনোমুগ্ধকর নিত্য পরিবেশন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বিধান সাহা উল্লেখ করেন সাংস্কৃতিক মুক্তি ছাড়া জাতির সামগ্রিক উন্নয়ন মোটেই সম্ভব নয়। বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন কর্মকার উল্লেখ করেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম যে কয়টি কারণে তার অন্যতম প্রধান কারণ ছিল সাংস্কৃতিক মুক্তি যা এখনো পায়নি।

অনুষ্ঠানের সভাপতি গৌতম কুমার সরকার সিনিয়র শিক্ষক (ইংরেজি) সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়, ও সভাপতি সুর লহরি সংগীত একাডেমি, সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test