E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ‘শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মহড়া 

সাবলীল অভিনয়ে ফুটে উঠছে গ্রামের মুক্তিযুদ্ধকালীন সময়

২০২২ সেপ্টেম্বর ২৭ ১৬:১২:৩২
সাবলীল অভিনয়ে ফুটে উঠছে গ্রামের মুক্তিযুদ্ধকালীন সময়

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনাবলি নির্ভর মঞ্চনাটক “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মহড়া চলছে জোড়কদমে। স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায়ী, তরুণ, শিক্ষার্থীসহ নানা পেশাজীবিদের অংশগ্রহনে চলা মহড়া দেখতে ভিড় করছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীসহ সাধারন মানুষ।

জেলা সদরের শিয়ালকোল ইউনিয়নের মুক্তিযুদ্ধকালিন নানা ঘটনাবলির উপর সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, লেখক সাইফুল ইসলামের লেখা “শষ্য ক্ষেতে দস্যুসেনা’ নাটকের মঞ্চায়ন হবে চলতি বছরের ডিসেম্বরে। সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি’র শিয়ালকোল ইউনিয়ন শাখার উদ্যোগে নাটকটি পরিচালনা করছে শিয়ালকোল যুব সংসদ।

সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল বাজারের ওয়ার্কসপ মিস্ত্রি দুলাল হোসেন, অভিনয় করছেন “শষ্য ক্ষেতে দস্যুসেনা’ নাটকের ১ম গ্রামবাসীর চরিত্রে। অপেশাদার এই অভিনেতার সাবলীল চরিত্রায়ন মুগ্ধ করছে মহড়া দেখতে আসা মানুষদের।

একই রকমভাবে তৎকালিন ইউপি চেয়ারম্যানের চরিত্রে এনজিও কর্মী আব্দুল ওয়াহাব তালুকদার, পাক সেনা কমান্ডার চরিত্রে মুন্জুরুল ইসলাম, পাক সেনার চরিত্রে ব্যাবসায়ি মিজানুর রহমান মন্ডল, শিয়ালকোল যুব সংসদের অন্যতম সংগঠক সুলতান সেখ, গ্রামবাসীর চরিত্রে ক্ষুদ্র ব্যাবসায়ি লিটন কুমার সুত্রধর, হুমায়ন সেখ, রুবেল সেখ, শিক্ষার্থী সুমন সেখ, সজিব সেখ, পালিয়ে আসা শহরবাসির চরিত্রে দেবা সুত্রধরদের অভিনয় যেন জীবন্ত করে তুলছে মুক্তিযুদ্ধকালিন শিয়ালকোলকে।

গতকাল সোমবার রাতে “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মহড়া দেখতে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় এ চিত্র।

নাটকটি পরিচালনার দায়িত্বে থাকা ও একটি চরিত্রে অভিনয় করা শিয়ালকোল যুব সংসদের অন্যতম সংগঠক সুলতান সেখ বলেন, নাটকটির গল্প মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের গ্রামের ঘটনাবলির উপরে লেখা। এই নাটকটির গল্প শোনার পরই আমরা আমাদের গ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছি। এই অঞ্চলের নতুন প্রজন্মেকে ঐ সময়ের গল্প জানাতেই এই নাটকটির সাথে সম্পৃক্ত হয়েছি। আমরা যারা অভিনয় করছি সবাই খুবই আনন্দিত, উচ্ছসিত নিজেদের পূর্বপুরুষদের জীবনের ঘটনাবলিতে অভিনয় করার সুযোগ পেয়ে।

সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির শিয়ালকোল ইউনিয়ন শাখার সংগঠক শহিদুল আলম সেখ বলেন, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির পরিকল্পনায় শিয়ালকোল ইউনিয়ন শাখা “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র মাধ্যমে মুক্তিযুদ্ধকালিন এই অঞ্চলের ঘটনাবলি মঞ্চে তুলে ধরতে কাজ করছে। ইতিমধ্যেই সকল চরিত্রের অভিনেতা চুড়ান্ত করে মহড়া চলছে প্রতিদিন। এই নাটকটিতে যারা অভিনয় করছে তারা সবাই স্থানীয় নানা শ্রেনীপেশার মানুষ। প্রতিদিন রাতে আটটা থেকে গভীর রাত পর‌্যন্ত চলছে মহড়া।

সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, “শষ্য ক্ষেতে দস্যুসেনা’র গল্পটি শিয়ালকোল এলাকার মুক্তিযুদ্ধকালিন ঘটনার উপরে লেখা। গ্রামে ঐ সময়ে জীবনযাপন তুলে ধরা হয়েছে নাটকটিতে। মূলত এখানকার মানুষেরাই অভিনয় করবে নাটকের চরিত্রগুলোতে।

তিনি আরো বলেন, এধরনের নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের সামনে জীবন্ত করা হবে। এতে বাড়বে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চা। নতুন প্রজন্মের সন্তানেরা জানতে পারবে তাদের নিজ এলাকার স্বাধীনতার ইতিহাস।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test