E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আশুলিয়ায় কথিত শ্রমিক নেতাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

২০২২ সেপ্টেম্বর ২৮ ১৬:২২:৫৪
আশুলিয়ায় কথিত শ্রমিক নেতাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

এসকে সুলতান, আশুলিয়া : সাভারের আশুলিয়ায় কথিত শ্রমিক নেতাসহ তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের মুন্সিপাড়া এলাকায় মাদক ক্রয়ের ফাঁদ পেতে তাদের আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একহাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন- আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের মুন্সিপাড়া এলাকার গোলাপ মন্ডল (৬০) ও তার ছেলে কথিত শ্রমিক নেতা মামুন মন্ডল (৩৬)। অপরজন হলেন কক্সবাজার জেলার শাজাহান মিয়া (২৮)। এসময় আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান ওই এলাকায় আনেন শাজাহান নামের এক মাদক কারবারি। পরে কথিত শ্রমিক নেতা মামুন মন্ডল ও তার বাবা ভাই মিলে ৫০০ থেকে ১০০০ পিস করে তা খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মামুন মন্ডল, গোলাপ মন্ডল ও শাজাহানকে আটক করা হয়।

কথিত শ্রমিক নেতা মামুন মন্ডলের বিরুদ্ধে শ্রমিক নেতার লেবাসে রোহিঙ্গাদের সাহায্যের কথা বলে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয় শ্রমিক সংগঠনের কয়েক নেতা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকের বড় চালান এনে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আজ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

(এসকেএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test