E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে চলছে দুর্গা পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

২০২২ সেপ্টেম্বর ২৮ ১৮:২৪:২০
লক্ষ্মীপুরে চলছে দুর্গা পূজার শেষ মুহুর্তের প্রস্তুতি

শিমুল সাহা, লক্ষ্মীপুর : রং তুলির শেষ আঁচড় টেনে দেবী দুর্গাসহ সব প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে প্রায় শেষ করে এনেছেন লক্ষ্মীপুরের প্রতিমা কারিগররা। এখন মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপ ও এর আশপাশের এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারী।

জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর লক্ষ্মীপুর জেলায় ৭৮ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হচ্ছে। এর মধ্যে সদর উপজেলার ৩৩টি, রামগঞ্জ উপজেলায় ১৮টি, রামগতি উপজেলায় ১২টি, রায়পুর উপজেলায় ১২টি এবং কমলনগর উপজেলায় ৩টি পূজা মণ্ডপ রয়েছে

সদর উপজেলার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা শিল্পী গোপাল পাল বলেন, ‘প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। শুধু ছোট ছোট কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো আজ-কালের মধ্যে শেষ হয়ে যাবে।’

একই মন্দিরের পুরোহিত তম চক্রবর্তী বলেন, ‘১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা এবার মর্তে আসছেন গজে, আর যাবেন নৌকায়। যা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সব প্রস্ততি সম্পন্ন করেছি।’

লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ বলেন, ‘জেলার ৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরের প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রশাসনের পাশাপাশি আমরা কেন্দ্র ঘোষিত ২১ দফা নির্দেশনা প্রতিটি পূজা মন্ডপে পোঁছে দিয়েছি।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপ গুলোতে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে টহল টিমও কাজ করবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

(এসএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test