E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনার ৪দিনে দুই হত্যা, স্কুলছাত্রীর লাশ উদ্ধার

২০১৪ অক্টোবর ১২ ১৬:৫৯:৩৭
বরগুনার ৪দিনে দুই হত্যা, স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি : গত কয়েকদিন ধরে বরগুনার বামনা উপজেলার আইনশংখলার ব্যাপক অবনতি ঘটেছে। হত্যা, খুন, ধর্ষন, সংখ্যালঘু নির্যাতন সহ নানাবিধ অপরাধের অভয়ারন্যে পরিনত হয়েছে এ উপজেলার জনপদ। এসব ঘটনার প্রতিকারে থানা পুলিশের নেই অভিযান। গত ৪ দিনে এ উপজেলায় দুইটি হত্যাকান্ড, এক সংখ্যালঘু পরিবারের হামলা সহ এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানাগেছে, বামনা উপজেলার বার্বিক আইনশংখলা পরিস্থিতি এমন অবস্থ্যায় পৌছেগেছে যেখানে দিনের আলোতে অপরাধ করতে দুর্বৃত্তরা ভয় পাননা। গত বুধবার দিবাগত রাত ৯ টায় সদর উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পাশের রাস্তায় ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রদিয়ে বরগুনা ডিসি অফিসের সদ্য অবসরপ্রাপ্ত স্পিডবোট চালক মো, জব্বার খানকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আলম মহারাজকে প্রধান আসামী করে ৪ জনের নামে মামলা করেছে নিহতের ছেলে মো. নেসার খান। কিন্তু বামনা থানা পুলিশ ঘটনার কয়েক ঘন্টা পরে মামলার চার নম্বর আসামীকে গ্রেফতার করতে পারলেও মুল আসামী রয়েছেন এখনো ধরাছোঁয়ার বাইরে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতে পরেরদিন বুহস্পতিবার রাত আটায় উপজেলার উত্তর গুধিকাটা গ্রামের দরিদ্র ভ্যান চালক মো. মোস্তফা জমাদ্দারের কলেজ পড়–য়া একমাত্র ছেলে মো. জুয়েল জমাদ্দারকে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে বাক-বিতান্ডার সূত্র ধরে একই এলাকার প্রতিপক্ষরা একটি ঘরে আটকিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সে মারা যায়।

এ ঘটনায় জুয়েলের পিতা মোস্তফা জমাদ্দার প্রতিবেশী আনসার জমাদ্দারকে প্রধান করে ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করে। এই ঘটনার সাথে জড়িত আসামীদের থানা পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। শুক্রবার সকালে উত্তর কাকচিড়া গ্রামের এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে পুলিন শীল নামে এক ব্যবসায়িকে দিনের আলোতে পিটিয়ে আহত করেছে ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী নামে খ্যাত ফেরদৌসী আক্তার পলাশীর সন্ত্রাসী বাহিনীরা। এ ঘটনায় আর একটি মামলা হয়েছে।

এরপর একদিন ব্যবধানে শনিবার নিখোজের তিনদিন পর মণি আক্তার মুক্তা (১৪)নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।ওইদিন সকালে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের চালিতাবুনীয় গ্রামের মিরুখালী-আমুয়া খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। নিহত ওই স্কুল ছাত্রী গত বুধবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে পাশ্ববর্তী আমূয়া বন্দরে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। নিহত স্কুল ছাত্রী উপজেলার বুকাবুনীয়া ইউনিয়নের চালিতাবুনীয়া গ্রামের মো. রত্তন মিয়ার মেয়ে। সে কাঠালিয়া উপজেলার আমূয়া বন্দর মোল্লা বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় মঠবাড়িয়া থানায় তাৎক্ষনিক একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বামনা থানায় আর একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এ ঘটনার সাথে জড়িদের গ্রেফতার করতে পারেনি।

এব্যাপারে বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন, গত কয়েকদিন ধরে বামনার সামাজিক অস্থিরতা বেড়ে গেছে। আইন শংখলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে দলমত বিবেচনায় না এনে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করলেই সামাজিক এই অস্থিরতা থেকে উত্তরন সম্ভব।
বামনা থানার অফিসার ইন চার্জ মো. ওমর ফারুক বলেন, গত চারদিনে এ উপজেলার দুইটি হত্যাকান্ড, একটি ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারের সর্বত্মক চেষ্টা পুলিশ চালাচ্ছে। আসামীরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করতে কিছুটা সময় লাগছে।

(এমএইচ/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test