E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত

২০২২ সেপ্টেম্বর ২৯ ১৭:৩৭:২৬
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : তৃতীয় দিনের মত সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা শহরের আমতলা মোড় থেকে বাকাল ব্রীজ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে মঙ্গলবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থেকে ও বুধবার সদর উপজেলার বিনেরপোতা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) খুলনা জোনের ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনিন্দিতা রায় বলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থেকে সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যা চলবে কালিগঞ্জ উপজেলা সদর পর্যন্ত। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সড়ক ও জনপথ বিভাগরে জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারেন। মঙ্গলবার ৭৩টি ও বুধবার ৭০টি ও বৃহস্পতিবার ৮৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানা তিনি। তবে নির্ধারিত তিন দিনের পর শুক্রবার থেকে আর ভাঙা হবে কিনা সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তীতে জানাতে পারবেন বলে জানান।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test