E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে দুর্গা পূজা উপলক্ষে মহিলা ঐক‍্য পরিষদের বস্ত্র বিতরণ

২০২২ সেপ্টেম্বর ৩০ ১৮:২৯:৫১
লক্ষ্মীপুরে দুর্গা পূজা উপলক্ষে মহিলা ঐক‍্য পরিষদের বস্ত্র বিতরণ

শিমুল সাহা, লক্ষ্মীপুর : আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ মহিলা ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গনে মহিলা ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি রুপালী ভৌমিক এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শৈবাল কান্তি সাহা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ। 

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কুল প্রদিপ চাকমা'র সার্বিক সহযোগীতা ও মহিলা ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, বাংলাদেশ যুব ঐক‍্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শিমুল সাহা, আইনজীবি ঐক‍্য পরিষদ জেলা শাখার সভাপতি এড. প্রিয়লাল নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক সুদেব দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি শিপন মজুমদার, যুব ঐক‍্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জুটন কুরী ও সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার।

অনুষ্ঠানে মহিলা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ভানু নাগ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক টুম্পা সাহা, সাংগঠনিক সম্পাদক অনিতা দত্ত, আইন বিষয়ক সম্পাদক জয়শ্রী ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক স্মৃতি কর, কোষাধ্যক্ষ বুল্টি রানী নাথ, সদস‍্য এ‍্যানী সাহা ও সদর উপজেলা মহিলা ঐক‍্য পরিষদের সভাপতি চ‍ামেলী পাল প্রমুখ।

(এস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test