E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

২০২২ অক্টোবর ০২ ১৫:৫৫:০০
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

রাজন্য রুহানি, জামালপুর : ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছে জামালপুর সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১। সেই সঙ্গে ১৯৭১ সালে গণহত্যার সুবিচার ও আন্তর্জাতিক স্বীকৃতিরও দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।

রবিবার (২ অক্টোবর) সকালে শহরের দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত এক মাবববন্ধনে এ দাবি জানানো হয়।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতো বেশি সংখ্যক লোককে হত্যা করার নজির নেই। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী জেনোসাইডের সেই নৃশংসতার নজির সৃষ্টি করেছে। স্বাধীনতার পর ৫১ বছর অতিক্রান্ত হলেও এই নৃশংস ঘটনাকে জেনোসাইড হিসেবে জাতিসংঘ আজও স্বীকৃতি দেয়নি।

জাতিসংঘে মানবাধিকার পরিষদের ৩ অক্টোবরের আলোচনায় ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান নেতারা।

(আরআর/এসপি/অক্টোবর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test