E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে জমকালো আয়োজনে রোটারি ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২২ অক্টোবর ০২ ১৭:৫৯:৪৯
ফরিদপুরে জমকালো আয়োজনে রোটারি ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : শনিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয় রোটারি ক্লাবএর অনুষ্ঠান। অনুষ্ঠানটি হয় ফরিদপুর ব্র্যাক লার্নিং সেন্টারে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব এর সদস্যবৃন্দ সহ আমন্ত্রিত  অতিথি বৃন্দ। অনুষ্ঠানটির শুরুতেই জাতীয় সংগীত দিয়ে শুর হয় পরবর্তী থাকে গান কবিতা আবৃত্তি এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম এ ওহাব ৩২৮, গভর্নর রোটারি বাংলাদেশ, ডঃ ইউনুস আলী (এম,পি,এইচ,এফ), জয়নুল আবেদিন (পি,ডি,জি)এবং রোটারি ক্লাব ফরিদপুর নিউ টাউন এর সভাপতি রাজ কুমার ঘোষ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহানা পারভীন শানু।

অনুষ্ঠানটি সার্বিকভাবে ব্যবস্থাপনায় ছিলেন পাস্ট প্রেসিডেন্ট প্রভাত দাস বিষ্ণু(পি এইচ এফ)।

মূলত রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী একটি সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রত্যেক ব্যবসায়িক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারি ক্লাবের সদস্য হয়ে থাকেন। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন। প্রতিষ্ঠাকালীন সময়েই এ সংগঠনের সদস্যপদের জন্য সীমারেখা নির্দিষ্ট করে যান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত। ঘূর্ণায়মান পদ্ধতিতে সদস্যদের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় বিধায় এর নাম রোটারি রাখা হয়েছে। শুরুতে এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রোটারি ক্লাবস নামে পরিচিত ছিল। ১৯২২ সালে এর নামকরণ করা হয় রোটারী ইন্টারন্যাশনাল। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এ সংগঠনটি রোটারী ক্লাব নামে পরিচিত। বিভিন্ন জনকল্যাণমূখী সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি ১৯২৮ সালে রোটারী ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের অর্থায়ণে বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি, মানবধর্মী প্রকল্পে অর্থবরাদ্দ এবং রোটারীয়ানদেরকে বিদেশ সফরে নিয়ে যাওয়া হয়।

মূলত স্ব-ইচ্ছায় সেবার উচ্চতর মানসিকতাই এই ক্লাবের মূল উদ্দেশ্য। রাতের খাবার এবং কুপনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

(ডিসি/এসপি/অক্টোবর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test