E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২০১৪ এপ্রিল ২৮ ১৪:৫১:৫০
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


মাদারীপুর প্রতিনিধি : ‘গরিবের মামলার ভার, বহন করে সরকার’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৮টায় মাদারীপুর জেলা আইন সহায়তা কমিটির আয়োজনে স্বাধীনতা অঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ওবাইদুর রহমান খান কালু, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা জজ আদালতের পিপি এ্যাড. সুজিত চ্যাটার্জী বাপ্পি, বিশেষ পিপি এ্যাড. আহসানুল হক খান টুকু, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক, জেলা তথ্য অফিসার দীপংকর বর প্রমুখ। এসময় বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(এএসএ/এটি/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test