E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানিলন্ডারিং মামলায় সাইফুলের জামিন আবেদন নাকচ 

২০২২ অক্টোবর ০২ ১৯:০১:৪৯
মানিলন্ডারিং মামলায় সাইফুলের জামিন আবেদন নাকচ 

দিলীপ চন্দ, ফরিদপুর : আজ রবিবার ফরিদপুরের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকার মানিলন্ডারিং মামলা অন্যতম আসামী দুই ভাই মো. ইমতিয়াজ হাসান রুবেল ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিস্কৃত) সাজ্জাদ হোসেন বরকতের ঘনিষ্ট সহযোগী হিটার মাষ্টার সাইফুল ইসলাম (৩৫) কে তিনটি মামলার জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার জেলা ও দায়রা জজ আকবর আলী শেখের আদালতে দুটি এবং অতিরিক্ত জেলা জজ-২ এর শিয়াবুল ইসলামের আদালতে একটিসহ তিনটি মামলায় জামিনের আবেদন করা হয়। তিনটি মামলাতেই তার জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। বেলা সাড়ে ১২ টার দিকে এ জামিনের শুনানি অনুষ্ঠিত হয়।

সাইফুল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন (পরবর্তীতে বহিস্কার করা হয়)। তিনি ফরিদপুর শহরতলীর বনগ্রামের বাসিন্দা মাজেদ মল্লিকের ছেলে। রুবেল-বরকতের ক্ষমতার সময়ে তাদের নির্দেশে বিভিন্ন ব্যক্তিকে মারধর ও হামলার মূল নায়ক হিসাবে পরিচিত ছিলো।

(ডিসি/এসপি/অক্টোবর ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test