E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ ইউএইচএফপিও ফোরামের বিভাগীয় সম্পাদক নির্বাচিত

২০২২ অক্টোবর ০৪ ১৫:৩৩:২৬
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ ইউএইচএফপিও ফোরামের বিভাগীয় সম্পাদক নির্বাচিত

মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরব উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ ইউএইচএফপিও ফোরামের বিভাগীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে নির্বাচিত বিভাগীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

জানা যায়, সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসকদের নিয়ে গঠিত কেন্দ্রীয় কমিটি ইউএইচএফপিও ফোরামে সকলের অংশগ্রহণে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বাংলাদেশে ৮টি বিভাগে বিভাগীয় সম্পাদকসহ ২৫টি পদে প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে ২৫ জন নির্বাচিত হন। এর মধ্যে ঢাকা বিভাগে বিভাগীয় সম্পাদক হিসেবে ৩৪ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। উপস্থিত ৩ জন নির্বাচিত কমিশনারের মধ্যে ডা. মো. জয়নাল আবেদীন টিটো নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় বিজয়ী ডা. বুলবুল আহম্মদ এর নাম ঘোষণা করেন।

ডা. বুলবুল আহম্মদ বিজয়ী হওয়ায় ভৈরবসহ সারা বাংলাদেশে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। ইতিমধ্যে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ বিষয়ে ডা. বুলবুল আহম্মদ জানান, আলহামদুলিল্লাহ্! উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের জাতীয় সংগঠন ইউএইচএফপিও ফোরামের প্রথম নির্বাচনে বিভাগীয় সম্পাদক (ঢাকা) হিসেবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। ঢাকা বিভাগের দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা ঢাকায় এসে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউট বিভাগীয় প্রধান (ল্যাব এ- ফিল্ড) ডা. মো. জয়নাল আবেদিন টিটো, ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম ও ঢাকা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

(এম/এসপি/অক্টোবর ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test