E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ডাক্তারসহ দুই জন গুলিবিদ্ধ

২০১৪ এপ্রিল ২৮ ১৫:০০:৪১
বরিশালে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ডাক্তারসহ দুই জন গুলিবিদ্ধ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে রোববার সন্ধ্যায় পয়সারহাট বাসষ্ঠ্যান্ডে আটক করেছে স্থানীয় জনগন। এসময় ৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ ব্যবহৃত মোটর সাইকেলও আটক করা হয়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক ডাক্তার সহ দুই জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবুল বাশার হাওলাদার জানান, সন্ধ্যার আগে তাদের কাছে খবর আসে বাটাজোর বিকাশ এজেন্ট মো. আবুল বাশারের কাউন্টার থেকে ১২ লাখ ১ হাজার টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা এলাকা অতিক্রম করছে। খবর পেয়ে তারা পয়সারহাট বাসষ্ট্যান্ডের হাইওয়ে রোডে নসিমন দিয়ে ব্যারিকেড দেয়। সন্ত্রাসীরা মোটর সাইকেলে ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া করে।

এসময় সন্ত্রাসীরা জনগনের উপর ৯ রাউন্ড গুলি চালায়। তাদের ছোড়া গুলিতে পয়সারহাট উপস্বাস্থ্য কেন্দ্রের ডা. চৈতন্য ও স্থানীয় গ্লোবাল কাউন্টারের দ্বায়িত্বরত খালেক গাজীর ছেলে মিজান গাজী গুলিবিদ্ধ হয়। উত্তেজিত জনতা ধাওয়া করে এক সন্ত্রাসীকে আটক করলেও তাদের অপর তিন সদস্য মিলন, আকতার ও পলাশ পালিযে যেতে সক্ষম হয়।

এ সময় আটক শাহ আলমের কাছ থেকে একটি এন ৭৭ মডেলের বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীর নাম শাহ আলম মন্ডল (৩০)। সে রংপুরের পীরগঞ্জ থানার সৈয়দপুর গ্রামের আ. হালিম মন্ডলের ছেলে। এসময় তার ব্যবহৃত ইয়ামাহা টাজের মডেলের ঢাকা মেট্রো ল-২৩-১০২৮ নম্বরের মোটরসাইকেলটি আটক করা হয়।

আটক শাহ আলম জানায় সে ঢাকার উত্তরার ৬ নং সেক্টরের ৩ নং রোডের ২৬ নং বাসার ভাড়াটিয়া। সে নিজেকে একজন গার্মেন্ট স্টোর ব্যবসায়ি বলে পরিচয় দিয়েছে। এদিকে গুলিবিদ্ধ আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে আটককৃত শাহ আলম তার ব্যবহৃত মোটরসাইকেল ও ৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা থানায় নিয়ে আসেন।


(টিবি/এটি/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test