E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর পোস্ট

ঝিনাইদহে যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

২০২২ অক্টোবর ০৬ ১৪:৩৬:০৭
ঝিনাইদহে যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় একটি আঞ্চলিক দৈনিকের ঝিনাইদহ প্রতিনিধি জাহিদুল ইসলাম তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে সাবেক ছাত্রনেতা ও যশোর থেকে প্রকাশিত গ্রামের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম বাপ্পি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। 

অভিযুক্ত জাহিদুর রহমান তারেক চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের মৃত এরশাদ মেম্বরের ছেলে। বর্তমান তিনি ঝিনাইদহের সিঅ্যান্ডবি পুকুরপাড়ের উপশহরপাড়া এলাকায় বসবাস করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে জাহিদুর রহমান তারেক চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি জাতির পিতা শেখ মুজিবকে নিয়ে মন্তব্য করেন। এতে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ করেন মামলার বাদী বাপ্পি। এই পোস্টের মাধ্যমে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় বলে দাবী করা হয়।

এদিকে এই পোষ্ট দেওয়ার কিছুক্ষন পরই সেটি মুছে দিয়ে জাহিদুর রহমান তারেক দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান এবং এটি অনিচ্ছাকৃত ভাবে হয়েছে বলে দাবী করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, জাহিদুর তার ফেসবুক থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা এবং সরকারবিরোধী উস্কানিমূলক পোস্ট দিয়ে ঝিনাইদহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

(একে/এসপি/অক্টোবর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test