E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে আর্র্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০১৪ অক্টোবর ১৩ ১৪:১১:২০
নড়াইলে আর্র্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নড়াইল প্রতিনিধি : “দুর্যোগে মোরা নই দিশাহীন, সঙ্গে আছেন অভিজ্ঞ প্রবীন” এ শ্লোগানকে সামনে রেধে নড়াইলে নড়াইলে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সহযোগিতায় ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওছারের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এস,এম আ. হালিম, এনডিসি মো. জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

(টিএআর/এএস/অক্টোবর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test