E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

২০২২ অক্টোবর ১৫ ১৮:৫৩:০৪
লক্ষ্মীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

শিমুল সাহা, লক্ষ্মীপুর : দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ১৫ অক্টোবর (শনিবার) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মাট হোয়াইট ক্যান বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন।

জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কনসালটেন্ট তামান্না নিগার, ডা: নিরুপম সরকার, বোরহান উদ্দিন ভৃইয়া, প্রতিবন্ধী জহিরুল ইসলাম, সিরাজ মিয়া প্রমুখ।

পরে ১৭ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মাট হোয়াইট ক্যান বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় সমাজ সেবা ও প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/অক্টোবর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test