E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলে ফুলে ছেয়ে গেছে শেখ রাসেলের প্রতিকৃতি

২০২২ অক্টোবর ১৮ ১২:২৪:০৮
ফুলে ফুলে ছেয়ে গেছে শেখ রাসেলের প্রতিকৃতি

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : উৎসবমুখর পরিবেশে শেখ রাসেল দিবস পালিত হলো নীলফামারীতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে  নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল ৯টায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবসের আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্ত্যাব্যাক্তিরা সারিবদ্ধভাবে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল।পুষ্পস্তবক অর্পণ শেষে বিদেহী আত্মার মাগফেরাত প্রার্থনা করে মোনাজাত করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

তাঁর নেতৃত্বে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিটিভিতে প্রচারিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান উপভোগ করেন সকল আমন্ত্রিত অতিথিরা।

(ওআরকে/এএস/অক্টোবর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test