E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন

নাছির উদ্দিন ও সনি আক্তার সূচি সদস্য পদে নির্বাচিত

২০২২ অক্টোবর ১৮ ১৭:০৯:৫৪
নাছির উদ্দিন ও সনি আক্তার সূচি সদস্য পদে নির্বাচিত

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে জেলার নবীনগর উপজেলা থেকে মো. নাছির উদ্দিন সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তার বাড়ি নবীনগর উপজেলা সদরে। নির্বাচনে তিনি নবীনগর কেন্দ্রে ভোট পেয়েছেন ১৪৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল হোসেন আজাদ। যার প্রাপ্ত ভোট ৭৬।

এদিকে জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দির বাসিন্দা সনি আক্তার সূচিও বিপুল ভোটে জয়লাভ করেছেন। নবীনগর, বাঞ্ছারামপুর ও আখাউড়া এ তিনটি উপজেলার ভোটারদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকা জেলা পরিষদে নারী সদস্য হিসেবে জেলার বাঞ্ছারামপুর, নবীনগর ও আখাউড়া এ তিনটি উপজেলার দায়িত্ব পেতে যাওয়া সূচি মোট ভোট পেয়েছেন মোট ২৯৯টি। যার মধ্যে বাঞ্ছারামপুরে ১৪২, নবীনগরে ১১৫ ও আখাউড়া উপজেলা থেকে ভোট পেয়েছেন ৪২টি। সূচি জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলেজ শিক্ষক নুরুন্নাহার বেগম মোট ভোট পেয়েছেন ১৯৯টি। যার মধ্যে বাঞ্ছারামপুরে ৩৬, নবীনগরে ১৩৩ ও আখাউড়া উপজেলা থেকে তিনি ভোট পেয়েছেন ৩০টি। তিনি নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে।

এদিকে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত দুই জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন ও সনি আক্তার সূচি সকল ভোটারদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
গত ১৭ অক্টোবর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় একযোগে হওয়া জেলা পরিষদ নির্বাচনে 'চেয়ারম্যান' পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলমকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।

আল মামুন সরকারের প্রাপ্ত ভোট ৮২২ এবং পরাজিত প্রার্থী শফিকুল আলমের প্রাপ্ত ভোট ৫৩৩টি। এ নির্বাচনে জেলার নয়টি উপজেলায় থাকা ১০০টি ইউনিয়ন পরিষদ, ৫টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনে মূলত ভোটার ছিলেন। যাদের (ভোটার) মোট সংখ্যা ছিলো ১৩৯৪ জন। এরমধ্যে নবীনগর উপজেলায় ভোটার ছিলেন ২৮৭ জন।

এদিকে নির্বাচনের কয়েকদিন আগ থেকে এ নির্বাচন নিয়ে গোটা জেলায় প্রচন্ড শঙ্কা ও উৎকণ্ঠা থাকলেও, শেষ পর্যন্ত জেলা প্রশাসনের নজিরবিহীন কঠোর পদক্ষেপ গ্রহণের কারণে নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় জেলাবাসি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

(জিডি/এসপি/অক্টোবর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test