E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ৫ জেলের কারাদণ্ড ও জরিমানা

২০১৪ অক্টোবর ১৩ ১৭:২৭:২২
রায়পুরে ৫ জেলের কারাদণ্ড ও জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রজনন মৌসুমে মেঘনা নদীতে মাছ ধরায় সময় ৫ আটক করেন কোষ্টগার্ড। এদের মধ্যে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আলম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলার হিজলা এলাকার জাহাঙ্গীর খান, আব্দুল মোতালেব আখন, ফারুব তালুকদার, শাহা আলম। এদের তিন জনকে ১ বছর করে কারাদণ্ড ও হাইমচর উপজেলার চরভৈরবি এলাকার জমির হোসেন ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন আটকৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজীর করলে তারা দোষ স্বীকার করলে এ দণ্ড দেওয়া হয়।

(এমআরএস/এএস/অক্টোবর ১৩, ২০১৪)


পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test