E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুলিয়ারচরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য গোপন করে নির্বাচনের অভিযোগ

২০২২ অক্টোবর ২২ ১৫:০৮:৪১
কুলিয়ারচরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য গোপন করে নির্বাচনের অভিযোগ

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে গত ২০ অক্টোবর গোবরিয়া আব্দুল্লাহপুর ও উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ এর রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবর নির্বাচনী হলফনামায় তথ্য গোপনসহ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৬ (২) ধারা লঙ্গন করে অবৈধ উপায় অবলম্বন করে বিজয়ী হয়ে দায়িত্ব পালনের অভিযোগ করেছেন তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে সাইদুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক স্থানীয় গোবরিয়া হাই স্কুলের এমপিও ভূক্ত তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৬ (২) ধারা লঙ্গন করে নির্বাচনে অংশগ্রহণ করেন। পরে অবৈধ উপায় অবলম্বন করে তার নৌকা প্রতীকে ৫৮৩৭ ভোট পাওয়া দেখিয়ে নির্বাচনে বিজয়ী ঘোষণা করান তিনি। এরপর থেকে তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় গোবরিয়া হাই স্কুলে নিজ দায়িত্ব পালন করে আসছেন।

সাইদুজ্জামান অভিযোগ লিপিতে আরো উল্লেখ করেন, তিনি গত ১০ অক্টোবর রবিবার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গোবরিয়া হাই স্কুলে (গোবরিয়া হাই স্কুল ঊওওঘ- ১১০৫০৮) তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি তার সন্দেহ হলে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক গোবরিয়া হাই স্কুলে বহু বছর যাবৎ তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে সরকার থেকে পাওয়া ও প্রতিষ্ঠান থেকে দেওয়া সকল প্রকার বেতন ভাতাদী উত্তোলন করে ভোগ করে আসছেন এবং ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন ধরনের ভাতাদী উত্তোলন করে ভোগ করে আসছেন।

তিনি নির্বাচনী হলফনামায় তথ্য গোপন এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ২৬ (২) ধারা লঙ্ঘন করে অবৈধ পন্থায় বিজয় হওয়া মোহাম্মদ এনামুল হককে ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে নির্বাচনে আনারস প্রতীকে ৫০০৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকারকারী সাইদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করে সরকারিভাবে গেজেট প্রকাশ করিলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

এছাড়া বিষয়টি সদয় অবগতির জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করা হয়েছে।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে গোবরিয়া আব্দুল্লাহপুর ও উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের অনুলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগকারী আমার বরাবর কোন অভিযোগ করেননি। একটি অনুলিপি পেয়েছি। যেহেতু ইউনিয়ন পরিষদ আমার সংশ্লিষ্ট তাই অভিযোগের বিষয়টি আইনগতভাবে কতটুকু সত্যতা আছে তা আইনের ধারাগুলো ভালোভাবে দেখে কি করা যায় দেখবো।

(এসএস/এএস/অক্টোবর ২২, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test