E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ৩ আহত ২ জন

২০১৪ অক্টোবর ১৪ ০০:৩১:৫১
সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ৩ আহত ২ জন


সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালী- লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ীর জুনুদপুর পোলেরগোড়া নামক স্থানে সোমবার রাত ১০ টায় সিএনজি ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ঘে যুবলীগ নেতাসহ তিনজন সিএনজি যাত্রী ঘটনা স্থলে নিহত ও অজ্ঞাতনামা  আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতী সুমন (৩৬), এক নম্বর জয়াগ ইউনিয়ন যুবলীগ কর্মি ইমরান (৩২) স্থানীয় হাবিব ব্রিক্স ফিল্ডের মালিক মিজান (৩৮) এর লাশ উদ্ধার করেছে।
এঘটনায় বিক্ষুব্ধ এলাকা বাসী ২০ টির মত গাড়ি ভাংচুর করে ও তিন ঘন্টা সড়ক অবোরোধ করে রাখে ।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের কথা জানালেও এলাকাবাসী গভীর রাত পর্যন্ত সড়কে বিভিন্ন স্থানে অবোরোধ সৃষ্টি করে রাখে।
সোনাইমুড়ী থানার (উপপরিদর্শক) এসআই মফিজুল ইসলাম জানায় ,লক্ষিপুর জেলার রামগঞ্জ অভিমুখি বরযাত্রী বোঝাই (চট্রোমেট্রো জ ১১-০২৯৮) একটি বাস সোনাইমুড়ী অভিমুখি সিএনজি কে চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। এসময় সিএনজির তিন যাত্রী নিহত ও চালক সহ অপর দুই জন আহত হয়, আহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।


(এনএইচ/এসসি/অক্টোবর১৪,২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test