E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সিত্রাং’র প্রভাবে কেন্দুয়ায় জনজীবন বিপর্যস্ত

২০২২ অক্টোবর ২৪ ২০:১৮:৩৪
‘সিত্রাং’র প্রভাবে কেন্দুয়ায় জনজীবন বিপর্যস্ত

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজ সোমবার সকাল থেকে সারা দিন বৈরি আবহওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কেন্দুয়া উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়নে তেমন কোন সিএনজি বা অটো রিকসা চলাচল করতে দেখা যায়নি। সিএনজি চালকরা ষ্ট্যান্ডে বসে বেকার জীবন কাটাচ্ছেন। এছাড়া বৃষ্টির মধ্যেও নিত্য প্রয়োজনীয় দব্য সামগ্রী কিনতে ক্রেতা সাধারনেরা ছাতা মাথায় দিয়ে উপজেলা সদরের বাজারে আসতে দেখা গেছে। 

রিকশা চালক হাবুল মিয়া বলেন, এমনিতেই জিনিষপত্রের দাম অনেক বেশি, যা কামাই তার চেয়ে খরচ অয় বেশি। সারা দিন মেঘ থাকায় তেমন কোন টেহা পয়সা কামাইতে পারছি না। আজকের সংসার কেমনে চলব একমাত্র আল্লায় জানেন। একই রকম মন্তব্য করেছেন যারা ভাড়া করে সিএনজি চালিত অটো রিকশা চালান।

সবজী বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতাদের তেমন কোন ভিড় নেই। বিক্রেতা মামুন বলেন, চড়া দামে সবজী কিনে এনেছি, বৃষ্টির কারণে আইজ ক্রেতা নাই। তাই আমরা সবজী নিয়ে বিপদে আছি। বৃষ্টি কয়দিন থাকে জানিনা। যদি বেশিদিন থাকে তাহলে আমরার সবজী পঁচে যাইব। অপর দিকে সকল প্রকার ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে ক্রেতা সাধারনের কোন ভিড় দেখা যায়নি।

(এসবি/এসপি/অক্টোবর ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test