E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ

২০১৪ অক্টোবর ১৪ ১০:৩৬:৩০
কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাকের হোসাইন (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছে ডিবি পুলিশের দুই সদস্য।

ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা, একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আহত ইয়াবা ব্যবসায়ী জাকের হোসাইন টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ডিবি পুলিশের দুই সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের একটি দল কক্সবাজারের দরিয়ানগর এলাকার ব্রিজে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাকের হোসাইনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তার বাম পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। এসময় দুই কনস্টেবলও আহত হয়।

মনজুর আলম আরো জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা কার্তুজ এক রাউন্ড কার্তুজের খোসা ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

(ওএস/অ/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test