E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে আসক ফাউন্ডেশন’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২০২২ অক্টোবর ২৭ ১৮:৩০:১৪
ভৈরবে আসক ফাউন্ডেশন’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : গতকাল বুধবার সন্ধ্যায় ভৈরব মেঘনা জেনারেল হাসপাতালের হলরুমে সারা দেশের ন্যায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে,কিশোরগঞ্জ-নরসিংদী- ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়।

আলোচনা সভায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ- নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি ও সমাধান টিভির চেয়ারম্যান মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও সাংবাদিক এসোসিয়েশনের আজীবন সদস্য ফখরুল আলম রতন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ-নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সিনিয়র সভাপতি দেলোয়ার হোসেন সুজন, আদিলুজ্জামান দুলাল, সহ-সভাপতি বিমল বিশ্বাস, আলমিন ইসলাম ইয়াছিন, হাজী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও ভৈরব চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজ পরিচালক নিজাম উদ্দিন সরকার, রায়পুরা উপজেলার আবেদা ফজলু পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের প্রভাষক শামসুল হক মনির, রুসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেকবর হোসেন খান (মাস্টার), আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ-নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম মিয়া, মো. মোস্তফা মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, মো. ইকবাল মিয়া, দপ্তর সম্পাদক এম এ কাইয়ুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রভাষক শরীফ মোহাম্মদ আলমগীর।

আলোচনা সভায় মোনাজাত পরিচালনা করেন সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. মোখলেছুর রহমান মাছুমী সাহেব, অর্থ-বিষয়ক সম্পাদক মো. সোলায়মান মিয়া, নাগর টিভির চেয়ারম্যান শামসুল হক মামুন, বার্তা সম্পাদক তানজিল সরকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ-নরসিংদী- ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, হাজী রাগিব আহসান, যোগাযোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মো. রফিকুল ইসলাম রুবেল, মো. আলমগীর কবির, সমাধান টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোবারক আলী মেম্বার, আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি হাজী আবু সহীদ মিয়া, সমাধান টিভির লাখাই উপজেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সময় বক্তাগণ মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

আলোচনা সভায় সার্বিক ব্যবস্থাপনা ছিলেন, সমাধান পরিচালক রাশেদুজ্জামান রাসেল।

(এস/এসপি/অক্টোবর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test