E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিষেধাজ্ঞার শেষ দিনে হাতিয়ায় ৩৬ জেলে আটক

২০২২ অক্টোবর ২৯ ১৩:২৯:১২
নিষেধাজ্ঞার শেষ দিনে হাতিয়ায় ৩৬ জেলে আটক

স্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার আগেই ইলিশ শিকার করায় ৩৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দুটি ট্রলারসহ একলাখ মিটার সুতার জাল ও ৪০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনব্যাপী মেঘনা নদীর রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে আটকদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হাজির করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ সেলিম হোসেন তাদেরকে ৯০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণের নির্দেশ দেন। এছাড়া উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) সকালে হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এ কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আটকরা ভবিষ্যতে এ ধরণের অন্যায় কাজ আর করবেনা বলে মুচলেকা দিয়েছেন।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test