E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০২২ নভেম্বর ০৫ ১৬:১৪:১৮
মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রাজবাড়ী বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো: নুরুজ্জামান মুসল্লি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কালে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো। এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ বোরহান উল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের নামাজে জানাজা শুক্রবার আসরের নামাজের পর (৪ টা ৩০ মিনিট) উপজেলা সদরের পূর্বনারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ-গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হযেছিল ৮০ বয়স। তিনি স্ত্রী পাঁচ ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মোঃ নুরুজ্জামান মুসল্লি সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর সৈনিক হিসেবে শিয়ালকোট থেকে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে অংশ নেন। পরে সেনাসদস্য থেকে পুলিশে যোগদানের সুযোগদিলে ১৯৬৯ সালে পরে পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।তিনি মহম্মদপুর উপজেলা সদরের খ্যাতিমান মানুষ মুন্সী ইব্রাহিম হোসেনের সেজে ছেলে।


(বিএসআর/এসপি/নভেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test