E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সম্পাদকসহ ৫ জনের জামিন নামঞ্জুর

২০১৪ অক্টোবর ১৪ ১৮:০২:৫২
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সম্পাদকসহ ৫ জনের জামিন নামঞ্জুর

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের অন্তর্দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিকসহ পাঁচ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন সংগঠনের কোষাধ্যক্ষ কুঞ্জন কান্তি সরকার, গোবিন্দ কর্মকার, বিপ্লব দত্ত ও ফজলুর রহমান।

মঙ্গলবার জামিনের আবেদনের শুনানীতে আসামিরা আদালতে হাজির হলে রাজবাড়ী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা রেজা নুর তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাজবাড়ী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাখাওয়াত হোসেন জানান, আদালতে মালিক নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর হওয়ার পর দুপুর ৩টা থেকে তাদের অনুগত শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে। পরবর্তীতে সকল রুটে সম্পূর্ণরূপে বাস চলাচল বন্ধ হয়ে যায়। অপর এক প্রশ্নের জবাবে বলেন, এটি বাস মালিকদের দ্বন্দ্ব। তাই পরিবহন শ্রমিকদের এখানে কিছু করণীয় নেই।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা পরিবহন মালিক গ্রুপের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের বর্তমান সভাপতি রণজিৎ সরকার টিটু গ্রুপ ও সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিকের গ্রুপ প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরই জের ধরে গত ৮ অক্টোবর বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। ওই রাতেই সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক ও কোষাধ্যক্ষ কুঞ্জন সরকারের উপর হামলার অভিযোগে সভাপতি রণজিৎ সরকার, পল্লব কুমার, আব্দুস সাত্তার ও ফকরুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন কোষাধ্যক্ষ কুঞ্জন সরকার।

অপরদিকে ১০ অক্টোবর শুক্রবার সকালে বাস মালিক একেএমডি মোরতাজা বাদি হয়ে সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিকসহ পাঁচজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় পাল্টা মামলা করেন।

(এসএসসি/এএস/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test