E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বড়াইগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা ৯ নভেম্বর

২০২২ নভেম্বর ০৭ ১৭:১৭:৫১
বড়াইগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা ৯ নভেম্বর

বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে বুধবার (৯ নভেম্বর)। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মারিয়াম খাতুন আজ সোমবার সকালে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য দেন।

ইউএনও সাংবাদিকদের জানান, "উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ডিজিটাল নির্ভর সেবার প্রকৃতি অনুযায়ী মেলাতে থাকবে ৪টি প্যাভেলিয়ন। যার প্রথমটিতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, দ্বিতীয়টিতে ডিজিটাল সেবা ও বিভিন্ন এ্যাপ, তৃতীয়টিতে হাতের মুঠোয় সেবা ও চতুর্থ প্যাভেলিয়নে থাকবে শিক্ষা, দক্ষতা ও কর্ম উন্নয়ন সহ ফ্রিল্যান্সিং বিষয়ক তথ্য-উপাত্ত এবং ডিজিটাল উপস্থাপনা।

এই মেলায় শিক্ষার্থী, উদ্যোক্তা সহ আগত দর্শনার্থীরা ডিজিটাল উদ্ভাবন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবে যা নিজেদের জীবনের অর্থবহ সাফল্য আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মতামত প্রকাশ করেন।

(এডিকে/এসপি/নভেম্বর ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test