E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় ব্রিজ ভেঙ্গে সিমেন্টসহ ট্রাক নদীতে, আহত ৫

২০১৪ অক্টোবর ১৪ ১৮:৩৮:২৩
কুমিল্লায় ব্রিজ ভেঙ্গে সিমেন্টসহ ট্রাক নদীতে, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় ৩০ মিটার লম্বা বেইলি ব্রিজ ভেঙ্গে একটি সিমেন্টবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এই ঘটনায় ট্রাক চালকসহ অন্তত: ৫জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার মুরাদনগর উপজেলার মেটংঘরে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের মেটংঘর বেইলী ব্রিজে অতিক্রম করার সময় ব্রিজটির একটি অংশ ভেঙ্গে যায়। এতে সিমেন্টবাহী ট্রাক ও একটি অটো রিক্সা আরচি নদীতে পড়ে যায়। এসময় ট্রাক চালকসহ অটোরিক্সার ৪যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ট্রাকটি প্রায় ৩৫টন ওজনের ৭’ব্যাগ সিমেন্ট বহন করে নিয়ে যাচ্ছিলো। ৩০ মিটার দৈর্ঘ্য এই বেইলি ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো বলে জানা যায়। আর অতিরিক্ত সিমেন্ট বহনের কারনে ব্রিজটি ভেঙ্গে পড়েছে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানান।

এর আগে ২০০২ সালেও ব্রিজটি ভেঙ্গে পড়লে কুমিল্লা সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্যরা এটি মেরামত করে।
এ দুর্ঘটনায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে আন্ত:জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুই পাশে আটকা পড়েছে কয়েকশত যানবাহন। বিকল্প কোনো সড়ক না থাকায় ব্রিজের দুই পাশে নবীনগর থেকে কুমিল্লা-ঢাকা-চট্টগ্রামগামী বিপুলসংখ্যক যানবাহনের জট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।

(এইচকেজে/এএস/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test