E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই’

২০২২ নভেম্বর ০৯ ১৪:০৬:০৫
‘অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই’

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আসন্ন ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কিছু দিন। এখনোই আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচনী  কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে।

প্রতিটি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াাচ্ছেন। তবে তৎপরতা বেশি আওয়ামী লীগ ও মনোনয়ন প্রত্যাশীদের। ভোটাররা এখনই আলোচনা শুরু করেছেন।

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার ও সবার কাছে পুরোনো একটি মুখ জনপিয় হয়ে উঠেছে মোস্তাফিজ রহমান ইটালি মোস্তাফিজ ।

তিনি দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগ পরিবার সন্তান। অথিত জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছন। এরই মধ্যে নির্বাচন নিয়ে দক্ষিণ ৬ নং নোয়াখালী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চা দোকান থেকে শরু করে প্রতিটি অলি-গলিতে চলছে নানা

আলোচনা-পর্যালোচনা। শুরু হয়েছে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় দৌড়ঝাঁপ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ছবিসহ ‘দোয়া প্রার্থী’ লেখা পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলছে জোরেশোরে।

এলাকাবাসীরা বলেন, তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকেও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রয়োাজন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা আমাদের অতি পুরনো মুখ কে চেয়ারম্যান হিসাবে মোস্তাফিজ রহমান ইটালি মোস্তফিজকে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাতে চাই বলে জানান।

এক প্রতিক্রিয়ায় মোস্তাফিজ রহমান ইটালি মোস্তাফিজ বলেন করোনাকালীন জনপ্রতিনিধি না হয়ে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী নির্বাচনে এই নোয়াখালী ইউনিয়নর চেয়ারম্যান হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চাই, এই মত প্রকাশ করেন তিনি ।

এ সময় তিনি আরো বলেন, এই ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। আমি “ক্রীড়ামুখি তরুণ চায়– মাদকমুক্ত সমাজ চায়” আমি যুবকদের উন্নয়নে কাজ করতে চায় এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব আমি।

(আইইউএস/এএস/নভেম্বর ০৯, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test