E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে স্মরণকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক, নারী গ্রেপ্তার, থানায় মামলা

২০২২ নভেম্বর ১৪ ১৮:৩৬:৩১
নবীনগরে স্মরণকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক, নারী গ্রেপ্তার, থানায় মামলা

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলে পুলিশ এক সাঁড়াশি অভিযান চালিয়ে সাড়ে ছয় হাজারেরও বেশী ইয়াবা ট্যাবলেট (মাদক) আটক করেছে। পুলিশ বলছে, স্মরণকালের মধ্যে পুলিশের এটি ছিলো সবচেয়ে বড় ইয়াবা ট্যাবলেট আটকের ঘটনা। 

আজ সোমবার সকালে নবীনগর থানায় জনাকীর্ণ এক প্রেস কনফারেন্সেঋ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোহাম্মদ সিরাজুল ইসলামসহ পুলিশের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার। এসময় তাঁর পাশে ইন্সপেক্টর তদন্ত মো. সোহেলসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল পরিমাণ মাদক আটকের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবি আক্তার (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় মামলা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, উপজেলার পূর্বাঞ্চচলের কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মাদকের (ইয়াবা) এক বিশাল চালান আনা হয়েছে, এমন খবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাতে জানতে পারে। এরপর জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে রোববার মধ্যরাতেই পূর্বাঞ্চলের শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল উদ্দিন ও একই ফাঁড়িতে কর্মরত এএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াগাঁও গ্রামে ওই মাদক উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে গ্রামের মুন্সিবাড়ির জুয়েল মিয়ার বাড়ি থেকে সর্বমোট ৬৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৫০ টাকা আটক করা হয়। এ সময় বহুল আলোচিত জুয়েল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েলের স্ত্রী রুবি আক্তার (২৭) কে গ্রেপ্তার করা হয়। আটককৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

প্রেসব্রিফংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, জুয়েল মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে পুলিশ বহুদিন ধরেই গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে । তবে তাকে না পাওয়া গেলেও এ ঘটনায় তার স্ত্রী রুবি আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আশা করছি, শিগগীরই জুয়েল মিয়াকেও গ্রেপ্তার করা সম্ভব হবে।'

নবীনগর থানার নবাগত ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান,'এ ঘটনায় জুয়েল ও তার স্ত্রী রুবির বিরুদ্ধে মাদক আইনে নবীনগর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া রুবি আক্তারকে আদালতে চালান করা হয়েছে।'

এদিকে মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখতে তিনি (ওসি) স্থানীয় গণমাধ্যম কর্মীদের সর্বত সহযোগিতা কামনা করেন।

(জিডি/এসপি/নভেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test