E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষতিগ্রস্ত নিহত-৫

২০১৪ এপ্রিল ২৮ ১৭:৩৯:২৪
দুর্গাপুরে কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষতিগ্রস্ত নিহত-৫

নেত্রকোনা প্রতিনিধি : জেলার দুর্গাপুর পৌরসভা সহ দুর্গাপুর সদর ইউনিয়ন, কুল্লাগড়া, গাওকান্দিয়া, কাকৈরগড়া,বাকলজোড়া, চন্ডিগড় ও বিরিশিরির উপর দিয়ে রবিবার গভীর রাতে বয়ে যাওয়া কাল বৈশাখীর আঘাত শিলা বৃষ্টিতে বসত বাড়ী, গাছপালা, সীমান্তবর্তী এলাকায় ভরতপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ফল ও ফসলী জমির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

ঝড়ের সময় সদর ইউনিয়নের কালিকাপুর বাজারে বৃষ্টি গাছের ডাল পরে আদিবাসী যুবক অনুকুল হাজং(২৬) আহত হলে বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় আছে। সদর ইউনিয়নের ভরতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চাল সহ অফিস রুমের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জানান।


সরজমিনে দেখা গেছে, ভরতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক শত বিশ জন ছাত্র ছাত্রীকে খোলা আকাশের নীচে ক্লাস করাতে হবে। এদিকে পৌরসভা সহ দুর্গাপুর সদর ইউনিয়ন, কুল্লাগড়া, গাওকান্দিয়া, কাকৈরগড়া, বাকলজোড়া, চন্ডিগড় ও বিরিশিরির উপর দিয়ে কাল বৈশাখীর ঝড়ে ফসলী জমি, গাছপালা, ফল ও ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অপর দিকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে বিষমপুর গ্রামে কাল বৈশাখীর আঘাত এ একই পরিবারের মা, তিন সন্তান সহ চার জন নিহত হয়েছে, নিহতরা হলেন, আফরোজা খাতুন(৩৫),পারভেজ সাগর(৯),রানা(৫),রনি(২) ও কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মামুন(১৪) নিহত হয়েছে। উল্লেখ্য যে, কাল বৈশাখীর আঘাতে রবিবার রাত ১১ টা থেকে বৈদ্যুতিক অবস্থা বিপর্যস্ত রয়েছে।


(এনএস/এলএস/এপ্রিল ২৮,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test