E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিজিএফআই কর্মকর্তা রেজওয়ানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২০২২ নভেম্বর ১৬ ১৫:১৬:৪৭
ডিজিএফআই কর্মকর্তা রেজওয়ানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একে আজাদ, রাজবাড়ী : পার্বত্য জেলা বান্দরবানে তামব্রু সীমান্তে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তা রেজওয়ান রুশদির রাজবাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকাল ৫ টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় পাংশা চক্ষু হাসপাতাল চত্বরে মরহুমের দাফন করা হয়। এর আগে ঢাকা ক্যান্টেরমেন্টে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে।

নিহত রেজওয়ান রুশদি বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে বেলা সোয়া ৩ টার দিকে বাংলাদেশ এয়ার ফোর্স ৬৫০ হেলিকপ্টারে তার মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় জর্জ স্কুল মাঠে হাজারো মানুষের সমাগম ঘটে। ৫ ভাই-বোনের মধ্যে নিহত রেজওয়ান রুশদি ছিলেন সবার বড়। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমান বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবান জেলার তুমব্রু সীমান্তে মাদকবিরোধী র‌্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানের সময় চোরাকারবারীদের সংঘর্ষে ডিজিএফআইয়ের এই কর্মকর্তা শহীদ হন। এসময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন এক র‌্যাব সদস্য। সোমবার (১৪ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।

(একে/এসপি/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test