E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দায়িত্ব গ্রহণের ৩ বছর 

নবীনগরে সাংবাদিক ও পৌরবাসীর সঙ্গে মেয়রের মতবিনিময়

২০২২ নভেম্বর ১৬ ১৬:৫২:৩৯
নবীনগরে সাংবাদিক ও পৌরবাসীর সঙ্গে মেয়রের মতবিনিময়

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস পৌরবাসি ও স্থায়ীয় সাংবাদিকদের সাথে দুটি পৃথক মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মেয়রের আবাসস্থল ভোলাচং গ্রাম ও পৌর শহরে অবস্থি ত মেয়রের কার্যালয়ে আলাদা আলাদা করে ওই দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

'পৌরসভার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় মেয়র শিব শংকর দাস সভাপতিত্ব করেন। এতে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে মেয়র এডভোকেট শিব শংকর দাস সবাইকে স্বাগত জানিয়ে নবীনগর পৌরসভায় গত তিন বছরে তাঁর পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আগামি দিনেও অতীতের মতো গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চান। মেয়র বলেন, তিনবছর আগে আজকের দিনে আমি দায়িত্ব নেয়ার কিছুদিন পরই মহামারী করোনার কবলে পড়েছিলো গোটা দেশ। যারফলে এর প্রচন্ড নেতিবাচক ধাক্কায় নবীনগর পৌরবাসির কাংখিত উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়। করোনায় আমি ও আমার গোটা পরিবার করোনায় আক্রান্ত হই।এরপরও গত তিন বছরে আমি নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেন নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপন, যানজট মুক্তকরণ ও পয়নিস্কাশন ব্যবস্থার উন্নয়নসহ প্রায় সবক্ষেত্রেই পৌরসভার উন্নয়নে সাধ্যমত সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি এবং এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

মেয়র বলেন, আমার হাতে এখনও ২ বছর সময় বাকী রয়েছে। আশা করছি, এ সময়ের মধ্যে আপনাদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতায় পৌর নাগরিকদেরকে সর্বোচ্চ কাংখিত সেবা পৌঁছে দিতে পারবো।

তিনি সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে বলেন, পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ছোট বড় ১০০ টিরও বেশি প্রকল্পের কাজ এখনো চলমান আছে, যা বাস্তবায়ন হলে নবীনগর পৌরসভা এক সময় একটি পরিচ্ছন্ন মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠবে।'

দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় সাংবাদিকেরা প্রতিষ্ঠার দুই যুগ পরও একটি পৌর ভবন নির্মিত না হওয়ায় এর কঠোর সমালোচনা করে দ্রুত পৌর ভবন নির্মাণসহ এলাকার চরম জনদূর্ভোগ খ্যাত 'যানজট সমস্যা' দূরীকরণেও মেয়রের সুদৃষ্টি কামনা করেন। এ সময় সাংবাদিকেরা পৌরসভার বিভিন্ন নির্মাণ ও উন্নয়ন কাজের তীর্যক সমালোচনা করে খোলামেলা নানা প্রশ্নসহ সেসব বিষয়ে মেয়রের কাছ থেকে যথাযথ জবাবদিহিতা আদায় করার চেষ্টা করেন।

এসময় মেয়রের পাশে নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, হিসাব রক্ষন কর্মকর্তা মো. জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দুই সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সফিক ও ভিপি আব্দুর রহমানসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে ভোলাচং হাইস্কুল মাঠে পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার লোকজনদের সাথে অনুরূপ আরেকটি মতবিনিময় সভা করেন মেয়র শিব শংকর দাস। ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলাচংয়ের বাসিন্দা, প্রবীণ নাগরিক ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ভুঁইয়া।

স্থানীয় কাউন্সিলর ডা. জসিম উদ্দিনের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা দানু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী একেএম কামাল উদ্দিন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আলমগীর মিয়া, সদস্য হাবিবুর রহমান, হেলেনা বেগম, শিক্ষক পার্থ পাল প্রমুখ।
বক্তারা তাঁদের নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেসব সমস্যা সমাধানে পৌর মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করেন।

জবাবে পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস বলেন, 'মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার তিন বছর পূর্তিতে আজ আমি এসেছি বিগত তিন বছরে পৌরসভার উন্নয়নে কি কি করেছি সেটি জানানোর জন্য নয়, বরং আগামি দুই বছর আমাকে পৌরসভার উন্নয়নে আরও কি কি কাজ করতে হবে, সেইসব সমস্যাগুলো আপনাদের কাছ থেকে শুনতে ও জানতে।'

বক্তারা এ সময় এলাকার জলাবদ্ধতা নিরসন, সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা নির্মাণসহ যেসব পাড়া মহল্যায় খোলা নর্দমা ড্রেন আছে, সেগুলোকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত সেসব স্থানে স্ল্যাবের ব্যবস্থা করার জোর দাবী জানান। একইসাথে ভোলাচং কবরস্থানের কাংখিত উন্নয়নেও পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

(জিডি/এসপি/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test