E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে রেলের অবৈধভাবে দখলকৃত ১৫০ একর জমি উদ্ধারে প্রশাসন

২০২২ নভেম্বর ১৬ ১৭:৫৬:৩০
রাজবাড়ীতে রেলের অবৈধভাবে দখলকৃত ১৫০ একর জমি উদ্ধারে প্রশাসন

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীতে রেলওয়ের ১৫০ একর জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। 

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশনসংলগ্ন ফুলতলা এলাকায় রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

মো. নূরুজ্জামান জানান, রাজবাড়ীর ৪০০ একরের বেশি রেলওয়ের জায়গা আছে। এরমধ্যে রাজবাড়ী শহর ও শহরের বাইরে প্রায় দেড়শ একর জায়গায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ স্থাপনা তৈরি করে দখল করে আছে।

বুধবার শহরের ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের জমি দখলমুক্ত করা হবে।

এছাড়া রেলওয়ের অনেক কোয়ার্টারও অবৈধ দখলে আছে। সেগুলো আমরা উদ্ধার করবো।

এ সময় পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফি নূর মোহাম্মদসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(একেএমজি/এসপি/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test