E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনকর্মীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

২০২২ নভেম্বর ১৬ ১৮:৩৯:০১
ফরিদপুরে শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনকর্মীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : যৌনকর্মীদের বিকল্প আয়ের সাথে সম্পৃক্তকরণে লক্ষ্যে প্রশিক্ষণ পরবর্তী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ফরিদপুরে বেসরকারি সংগঠন শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনকর্মীদের বিকল্প আয়ের পথের সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রশিক্ষণ পরবর্তী প্রশিক্ষণ নেতিদের মধ্যে সেলাই মেশিন বিতরণ উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ব্লাস্টের পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ তসলিমা আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক নুরুল হুদা, সাংবাদিক হাসানুজ্জামান, শাপলা মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামল প্রকাশ অধিকারী, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, সেভ দা
চিলড্রেনে কর্মকর্তা শারমিন রহমান। শান্তা, রিতা ও আমেনা খাতুন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত কুমার সাহা।

সভায় শাপলা মহিলা সংস্থার বিগত দিনের কাজ কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

এতে বলা হয় ১৯৯৭ সাল থেকে শাপলা মহিলা সংস্থা যৌনকর্মীদের নিয়ে কাজ করছে।

এ সংস্থা শহরে রথখোলা ও সিএনবি ঘাট যৌনকর্মীদের নিয়ে কাজ করছে। এবং তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে কিছু সংখ্যক যৌনকর্মীদের সরকারিভাবে ভাতা দেয়া হলেও। খুব তাড়াতাড়ি শতভাগ যৌনকর্মীদের ভাতা দেয়া হবে বলে জানানো হয়।

এছাড়া যৌনকর্মীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য ফরিদপুর রথ খোলা ও সি এন্ড বি ঘাট পতিতাপল্লী থেকে ৫০ জন যৌনকর্মীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে যৌনকর্মীদের হাতে সেলাই মেশিন ও উপকরণ সামগ্রী তুলে দেওয়া হয়।

(ডিসি/এএস/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test