E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গা সীমান্তে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশী নিহত

২০১৪ অক্টোবর ১৫ ১৫:২৫:৫৮
চুয়াডাঙ্গা সীমান্তে বিদ্যুৎস্পৃষ্টে দুই বাংলাদেশী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে আনন্দ মিয়া (২৮) ও সুজা উদ্দীন (৩৫) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত আনন্দ মিয়া গয়েশপুর উত্তরপাড়ার মান্নান মিয়া ও সুজা উদ্দীন মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার গভীর রাতে আনন্দ মিয়া ও সুজা উদ্দীনসহ ৬-৭ জন যুবক অবৈধভাবে গয়েশপুর সীমান্তের ৬৭/২ এস পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় তারা ভারতের কেষ্টগঞ্জ থানার কুলুপাড়ার শূন্যরেখা এলাকায় ভারতীয় শস্যক্ষেতে অবস্থিত বৈদ্যুতিক পাম্পের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আনন্দ মিয়া ও সুজা উদ্দীন মারা যান। এসময় অন্যরা পালিয়ে চলে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের স্বজনরা তাদের লাশ উদ্ধার করে নিজ নিজ বাড়ি নিয়ে আসে।

(জেএ/এএস/অক্টোবর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test