E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিচারকরা বাতাস দেখে রায় দিলে দুর্নীতি দূর করা সম্ভব না’

২০১৪ অক্টোবর ১৫ ১৫:৩৪:৪৫
‘বিচারকরা বাতাস দেখে রায় দিলে দুর্নীতি দূর করা সম্ভব না’

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : ব্যারিষ্টার রফিকুল হকের বক্তব্য সমর্থন করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো: বদিউজ্জামান বলেছেন, বিচারকরা বাতাস দেখে রায় দিলে দুর্নীতি দূর করা সম্ভব না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি দূর করা সম্ভব। তিনি বলেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে, শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে ।

দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামান দুপুরে কুমিল্লা টাউন হলেদুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জিআইজেড প্রকল্পের প্রিন্সিপাল এডভাইজার রিচার্ড মাইলস, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক পরিচালক আবদুল আজিজ ভূইয়া দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমির আলী চৌধুরী, দুদকের লিগ্যাল এন্ড প্রসিকিউশনের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা, জিআইজেডের হেড অব প্রোগ্রাম প্রমিতা সেন গুপ্ত প্রমুখ।

দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামান বলেন,দুর্নীতি দূর করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী হতে হবে। তিনি বলেন, সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রফিকুল হক সাহস করে বলেছিলেন, বিচারকরা আজকাল বাতাস দেখে রায় দেয়, এ ঘটনাও ঘটে আমাদের দেশে। এ কথা বলা তার পক্ষে সম্ভব হয়েছে। অনেকের পক্ষে এ কথা বলা সম্ভব না। এই যদি হয় তাহলেদুর্নীতি দূর করা যাবে না। অন্যায় দূর করা যাবে না। যদি অন্যায়ের প্রতিকার না হয়দুর্নীতি দূর করা যাবে না।

মুক্ত আলোচনায় অংশ নেয়া এক সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মো: বদিউজ্জামান বলেন, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে যে সব তথ্য আসছে সেগুলোও সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে আমরা শীঘ্রই সিদ্ধান্ত দেবো।

কুমিল্লা টাউন হলে মতবিনিময় সভার পূর্বে শিল্পকলা একাডেমী থেকে দুর্নীতি বিরোধী র‌্যালী বের হয়। এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি, স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

(এইচকেজে/এএস/অক্টোবর ১৫, ২০১৪)




পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test