E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় মা ও অভিভাবক সমাবেশ  

২০২২ নভেম্বর ১৭ ১৬:০২:৫১
সালথায় মা ও অভিভাবক সমাবেশ  

সালথা প্রতিনিধি : "শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়েএই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সিঙ্গাপুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সমাজসেবক মোঃ ইব্রাহিম হোসেন মৃধা, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোশাররফ তালুকদার, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে। সমাবেশ শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

(এএন/এসপি/নভেম্বর ১৭, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test