E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ছিনতাই হওয়া মোটরসাইকেল ৭ দিন পর উদ্ধার

২০১৪ এপ্রিল ২৮ ১৭:৫৮:২৮
নাটোরে ছিনতাই হওয়া মোটরসাইকেল ৭ দিন পর উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের জালালাবাদ এলাকা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ৭ দিন পর উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার চাঁদপুর বাজারের একটি চায়ের দোকান থেকে উদ্ধার করে পুলিশ।

এসময় ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশ বাহিনীর মনোগ্রামসহ মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের নরুননবী প্রামানিকের ছেলে ফারুক হোসেন গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে জালালাবাদ বাজারে যাচ্ছিল। এসময় সুলতানপুর গ্রামের লিটন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হামিদসহ ৪/৫ জন যুবক তার পথরোধ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবী করে।

এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফারুককে মারপিট করে তার ব্যবহৃত টিভিএস মোটর সাইকেল, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনায় ফারুক হোসেন নাটোর থানায় লিটনসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করলে লিটনকে গ্রেফতার করা হয়। পরে লিটনের স্বীকারোক্তি মোতাবেক সদর উপজেলার চাঁদপুর বাজারস্থ রফিকের চায়ের দোকান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত পুলিশ বাহিনীর মনোগ্রামসহ মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামী লিটনকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

(এমআর/এটি/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test